জেনে নিন, উড়োজাহাজের কোথায় লুকিয়ে রাখা হয় স্বর্ণের বড় চালান

উড়োজাহাজের সেই সমস্ত লুক্কায়িত জায়গা (Niche) যা সচরাচর কখনও তল্লাশীর আওতায় আসবেনা বলে ধারণা করা হয় সেই সমস্ত জায়গাকে স্বর্ণ চালান রাখার স্থান হিসেবে নির্বাচিত করা হয়। এই ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ জায়গা মনে করা হয় কার্গো হ্যোলের অন্তর্মুখি পার্শ্বের প্যানেল বক্স। এখানে ১২ টি পর্যন্ত প্যানেল বক্স থাকে। এগুলোর কাভার প্লেট স্ক্রু দিয়ে আঁটা থাকে।এর অভ্যন্তরে উড়োজাহাজের যাবতীয় ইউটিলিটি পাইপ এবং অন্যান্য সংবেদনশীল কানেক্টিভিটি আউটলেট থাকে যাতে টেকনিশিয়ান ছাড়া অন্যদের যাওয়ার কথা না। ডিসি-১০ মডেলের মত এই জাতীয় উড়োজাহাজের এই স্থানটি খুবই নিরাপদ জায়গা বলে মনে করা হয়। এছাড়া নিরাপদ জায়গা মনে করা হয় উড়োজাহাজের ওয়াশ রুমকে।ইংলিশ কমোড এর পার্শ্ববর্তি স্থান, লুকিং গ্লাসের পিছনের স্থান, গ্যাস মাস্ক সকেট এবং যাত্রি আসনের নিম্নাংশ ইত্যাদি।

[সূত্রঃ Airport Armed Police Battalion]



মন্তব্য চালু নেই