জেনে নিন, কিভাবে আপনার পছন্দের মেয়েটিকে সন্তুষ্টি করবেন

নারী-পুরুষের ভালোবাসার জগতে আজ আপনাদের পুরুষদের খেলার নিয়মটা শেখাবো।

খেলার নিয়ম:
সব পুরুষের জন্য তিনটি সাধারণ নিয়ম প্রযোজ্য

১। এমন কিছু করুন , যাতে মেয়েটি আপনার উপর ভীষণ সন্তুষ্ট হয় , সেক্ষেত্রে আপনার পয়েন্ট বাড়বে(+)

২। আপনার কোন কাজে মেয়েটি সামান্য অসন্তুষ্ট হলে আপনার পয়েন্ট কেটে নেয়া হবে (-)

৩ । মেয়েটি আপনার কাছে সাধারণভাবে প্রত্যাশা করে, এমন কিছু করলে শূন্য পয়েন্ট (বাড়া/কমা কোনটাই না)

খেলার নিয়ম নিয়ে আপনার কোন আপত্তি থাকলে জানাতে পারেন(বিশেষ করে ৩য় নিয়মটি) , তবে তা হবে অরণ্য রোদন । নিয়মগুলো যুগ যুগ ধরে অপরিবর্তনীয়, এবং এমন নিয়ম মেনেই আপনাকে খেলতে হবে।

এবার চলুন কি করলে কত স্কোর করা যাবে , সেটা জেনে নেয়া যাক

দৈনন্দিন কাজসমূহ :

#মশারি টানিয়ে দেয়া, ঘুমানোর আগে বিছানা পেতে দেয়া (+১)
*বিছানা ঠিকঠাক করে দেয়া সত্ত্বেও ভালো বালিশ দিতে ভুলে যাওয়া (০)
*তোশক ঠিকমত টানটান না করেই , তার উপর নতুন চাদর পেতে দেয়া (-১)

#তার জন্য কিছু কিনতে ঘর থেকে বের হওয়া(৫)
*বৃষ্টির মাঝে বের হলে (+৮)
*কিন্তু নিজের জন্য কিছু কিনে ফিরে আসলে(-৫)

#রাতে শব্দ শুনে চোর মনে করে
*জীবনের ঝুকি নিয়ে একা একা দেখতে যাওয়া (০)
*চোর ধরতে পারলে (৫)
*বাঁশ দিয়ে পেটাতে পারলে (১০)
*অন্ধকারে পেটানোর পর যদি দেখেন সেটা আপনার বউয়ের পোষা
বেড়াল (-১০)

সামাজিক দায়িত্ব:
#কোন পার্টিতে গিয়ে তার পাশে ঠায় দাড়িয়ে থাকা (০)
* ৩ ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকার পর হঠাৎ কোন কলেজ সহপাঠিকে দেখে কথা বলার জন্য এগিয়ে যাওয়া (-২)
* সহপাঠির নাম যদি হয় মিতু বা সুপ্তি (-৪)
* সুপ্তি আবার খুব ভালো নাচতে বা গাইতে জানে (-৬)
*সুপ্তি কেবল অসাধারণ সুন্দরীই না, অবিবাহিতও বটে(-৮০)

প্রিয়তমার জন্মদিনে :
#তার জন্মদিনের কথা ভুলে বসে আছেন (-৫০০০০)
#জন্মদিন উপলক্ষে কোথাও ডিনার করতে নিয়ে গেলেন (০)
*যেখানে ডিনার করতে গেলেন সেটা কেবল একটা রেস্টুরেন্ট (+১)
*রেস্টুরেন্টের পাশাপাশি সেটি একটি স্পোর্টস বার(-১)
*স্পোর্টস বারে আপনার প্রিয় ফুটবল দলের বিজয়ের খবরে একটু নেচে ফেলা ভংগিতে বলে ফেললেন ……..সাব্বাশ(-৫)

রাতে যখন তাঁকে নিয়ে ঘুরতে বের হবেন :
#তাকে কোন ভালো সিনেপ্লেক্সে মুভি দেখাতে নিয়ে গেলেন (+২)
*মুভিটা যদি তার প্রিয় কোন মুভি হয় (+৪)
* যদি এমন হয় যে মুভিটা আপনার ভীষণ অপছন্দের (+৬)
* মুভিটা যদি আপনার ভীষণ পছন্দের হয় (-২)
*তার কাছে মুভিটা যদি অপ্রিয় হয় (-৬)

সেই চিরন্তন প্রশ্নের মুখোমুখি :
#হঠাৎ যদি আপনার প্রিয়তমা জিজ্ঞেস করে বসে “আমি কি সামান্য মুটিয়ে গেছি?” (-৫)[অসহায় আপনি, উত্তর দেবার আগে কেবল প্রশ্নের জন্য ৫ পয়েন্ট খোয়াবেন]
*যদি উত্তর দিতে ইতস্তত করতে থাকেন(-১০)
*উত্তর দিয়ে বসলেন ……..”কিভাবে?” (-৩৫)
*অন্য যে কোন উত্তরের জন্য (-২০)

তার সাথে কথাবার্তা চালানো :
#হয়তো সে আপনাকে গুরুত্বপূর্ন কোন সমস্যা (যেমন:ফ্যাশনে অন্য ভাবী এগিয়ে গিয়েছে , তমুকে প্রিংগলস ছাড়া অন্য কোন চিপস খায় না) নিয়ে বলে যাচ্ছে :
*তার সমস্যার কথা শুনে আপনি যদি সহমর্মী এবং চিন্তিত হয়ে পড়েন(০)
*একটানা ৩০ মিনিট তাঁর কথা যদি শুনে যেতে পারেন(+৫০)
*৩০ মিনিটে যদি একবারও টিভির দিকে না তাকান (+৫০০)
*সে যদি লক্ষ্য করে কথা শুনতে শুনতে আপনি ঘুমিয়ে গেছেন (-১০০০০) ।

পয়েন্ট তো জানা হলো, সবাই প্রস্তুত, তো শুরু হোক খেলা



মন্তব্য চালু নেই