জেনে নিন চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে কি কি খাবার খাবেন?

সকলেই সুন্দর ও সিল্কি চুল পেতে চাই। চুলের যত্ন নিতে অনেকে অনেক বেশি পরিশ্রম করে আবার অনেকে সময় পায় না যত্নের জন্য। তবে সবাই স্বাস্থ্যকর ও উজ্জ্বল চুল পেতে চায়। তাহলে এবার সকল চিন্তা বাদ দিয়ে আপনার খাদ্যতালিকায় কিছু খাবার যোগ করুন। তাহলে আপনি আপনার পছন্দের আকর্ষণীয় ও উজ্জ্বল চুল পাবেন।

১. ডিম:
চুলের জন্য পুষ্টি প্রদানে ডিম অন্যতম। এতে উচ্চ পরিমাণে প্রোটিন রয়েছে। যা আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলের গোঁড়া মজবুত করে। এতে প্রচুর পরিমাণে বায়োটিন থাকার পাশাপাশি ভিটামিন বি রয়েছে, যা মাথার স্ক্যাল্পের জন্য ভাল।

২. স্যালমন মাছ:
স্যালমনে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং ভিটামিন বি-১২ এবং লোহা যা সুস্থ ও চকচকে চুলের জন্য অত্যাধিক প্রয়োজনীয়।

৩. মটরশুটি:
মটরশুটি চুলের জন্য ভাল কারণ, এতে সিলিকা রয়েছে যা চুলের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি এবং চুলের ক্ষতি রোধ করে।

৪. গাজর:
গাজর ভিটামিন এর চমৎকার একটি উৎস। যা ভাল দৃষ্টির সঙ্গে একটি সুস্থ স্ক্যাল্প বজায় রাখে।

৫. সবুজ শাকসবজি:
শাক এবং ব্রোকলি মত সবুজ শাকসবজি ভিটামিন এ ও সি এর চমৎকার উৎস। যা মাথার খুলির জন্য ভাল এবং একটি প্রাকৃতিক চুল কন্ডিশনার হিসেবে কাজ করে।



মন্তব্য চালু নেই