জেনে নিন, তারকারা কে কার আত্মীয়, কার সাথে কি সম্পর্ক

হলিউড কিংবা বলিউড সহ সকল বিনোদন দুনিয়ার দিকে তাকালে আপনি খেয়াল করবেন যে তারকা পিতা মাতার সন্তান তাদের দেখানো পথ অনুসরণ করছেন। বাংলাদেশি বিনোদন মাধ্যম ও এর থেকে পিছিয়ে নেই। জেনে নিন কাদের সাথে কাদের কেমন সম্পর্ক।

১. অভিনেতা গোলাম মুস্তফা এর কন্যা অভিনেত্রী সুবর্না মুস্তফা।সুবর্না মুস্তফার স্বামী অভিনেতা হুমায়ূন ফরিদী।

২. অভিনেতা বুলবুল আহমেদ এর স্ত্রী নৃত্যশিল্পী ও অভিনেত্রী ডেইজি আহমেদ।তাদের কন্যা অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ।ডেইজি আহমেদ এর বড় বোন অভিনেত্রী লায়লা হাসান।লায়লা হাসান এর স্বামী অভিনেতা হাসান ইমাম।

৩. অভিনেতা সৈয়দ আহসান আলি সিডনি এর পুত্র অভিনেতা জিতু আহসান।

৪. অভিনেতা আবুল হায়াৎ এর দুই কন্যা বিপাশা হায়াৎ এবং নাতাশা হায়াৎ। বিপাশা হায়াৎ এর স্বামী অভিনেতা তৌকির আহমেদ।নাতাশা হায়াৎ এর স্বামী শাহেদ শরিফ খান।তৌকির আহমেদ এর বোনের স্বামী ক্রিকেটার আতাহার আলি খান। আবুল হায়াৎ এর বোন এর কন্যা অভিনেত্রী ফিমা। ফিমা এর স্বামী অভিনেতা গাউসুর আজম শাওন।

৫. অভিনেতা রাজ্জাক এর দুই পুত্র অভিনেতা বাপ্পারাজ এবং অভিনেতা সম্রাট।
৬. প্রযোজক কলিম উদ্দিন আহমেদ এর পুত্র অভিনেতা আলমগীর। আলমগীর এর কন্যা আঁখি আলমগীর। আলমগীর এর দ্বিতীয় স্ত্রী সংগীত শিল্পী রুনা লায়লা।

৭. অভিনেত্রী সুচন্দা, ববিতা এবং চম্পা তিন বোন।তাদের চাচাত ভাই অভিনেতা রিয়াজ। রিয়াজ এর স্ত্রী মডেল মুশফিকা তিনা।তাদের ভ্রাতুষ্পুত্র অভিনেতা ওমর সানী। ওমর সানী এর স্ত্রী অভিনেত্রী মৌসুমি।মৌসুমি এর বোন অভিনেত্রী ইরিন জামান। পরিচালক জহির রায়হান এর প্রথম স্ত্রী অভিনেত্রী সুমিতা দেবী। তাদের দুই পুত্র নাট্য নির্মাতা বিপুল রায়হান এবং নাট্য নির্মাতা অনল রায়হান। জহির রায়হান এর দ্বিতীয় স্ত্রী সুচন্দা।তাদের পুত্র পরিচালক তপু রায়হান। জহির রায়হান এর ভাই লেখক শহীদুল্লাহ কায়সার , লেখক শাহরিয়ার কবির এবং পরিচালক জাকারিয়া হাবিব। শহীদুল্লাহ কায়সার এর কন্যা অভিনেত্রী শমি কায়সার এবং পুত্র সংগীত শিল্পী স্বাধীন কায়সার। শমি কায়সার এর খালাত ভাই রাজনীতিবিদ মাহী বি চৌধুরী। মাহি বি চৌধুরী এর বাবা রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী ,স্ত্রী মডেল লোপা এবং ফুফাতো বোন গায়িকা সুমনা হক।

৮. অভিনেত্রী ফেরদৌসি মজুমদার এর স্বামী মঞ্চ অভিনেতা রামেন্দু মজুমদার।তাদের কন্যা অভিনেত্রী ত্রপা মজুমদার। ত্রপা মজুমদার এর স্বামী বিজ্ঞাপন নির্মাতা আপন আহসান। ফেরদৌসি মজুমদার এর ভাই অধ্যাপক কবির চৌধুরী এবং প্রাবন্ধিক মুনির চৌধুরী। মুনির চৌধুরী এর পুত্র সাংবাদিক মিশুক মনির।

৯. সংগীত শিল্পী মাহমুদুন নবী এর কন্যা গায়িকা ফাহমিদা নবী, গায়িকা সামিনা চৌধুরী এবং পুত্র গায়ক পঞ্চম।সামিনা চৌধুরী এর প্রথম স্বামী ব্যান্ড ভোকালিস্ট নকীব খান।উনার বর্তমান স্বামী ইজাজ খান স্বপন।

১০. গায়ক ফেরদৌস ওয়াহিদ এর স্ত্রী পরিচালক কে এম আর মঞ্জু।তাদের পুত্র গায়ক হাবিব ওয়াহিদ।হাবিব এর কাজিন সংগীত শিল্পী শায়ান।
১১. গায়ক খালিদ হাসান মিলু এর পুত্র গায়ক প্রতীক হাসান।প্রতীক হাসান এর ভাই এর ছেলে অভিনেতা জায়েদ খান।

১২. পরিচালক খান আতাউর রহমান এর কন্যা গায়িকা রুমানা ইসলাম এবং পুত্র গায়ক আগুন।উনার স্ত্রী গায়িকা নীলুফার ইয়াসমিন। নীলুফার ইয়াসমিন এর বোন গায়িকা ফরিদা ইয়াসমিন,গায়িকা ফৌজিয়া খান এবং গায়িকা সাবিনা ইয়াসমিন।সাবিনা ইয়াসমিন এর প্রাক্তন স্বামী গায়ক কবির সুমন। সাবিনা ইয়াসমিন কন্যা গায়িকা ফাইরুজ ইয়াসমিন।

১৩. পরিচালক দিলীপ বিশ্বাস এর পুত্র পরিচালক দেবাশিষ বিশ্বাস। দেবাশিষ বিশ্বাস এর প্রথম স্ত্রী মডেল তানিয়া হোসাইন।দেবাশিষ বিশ্বাস এর খালু সংগীত পরিচালক সত্য সাহা। সত্য সাহার পুত্র সংগীত পরিচালক ইমন সাহা।তাদের মামা পরিচালক শিল্পী চক্রবর্তী।

১৪. অভিনেতা সোহেল রানা এর ভাই অভিনেতা রুবেল।সোহেল রানা এর পুত্র অভিনেতা মাশরুর পারভেজ। সোহেল রানা এর বোন এর কন্যা অভিনেত্রী তানিয়া আহমেদ।তানিয়া আহমেদ এর স্বামী গায়ক টুটুল।

১৫. পরিচালক কাজি হায়াৎ এর পুত্র অভিনেতা কাজি মারুফ।

১৬. অভিনেত্রী আনোয়ারা জামান এর কন্যা অভিনেত্রী মুক্তি।

১৭. গায়ক তাহসান রহমান খান এর স্ত্রী অভিনেত্রী মিথিলা। মিথিলা এর ভাই অভিনেতা মিশু। তার বোন এর স্বামী বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা। অমিতাভ রেজা এর প্রথম স্ত্রী অভিনেত্রী জেনী।

১৮. পরিচালক আমজাদ হোসেন এর পুত্র নাট্য নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল এবং নাট্যনির্মাতা সোহেল আরমান। সোহেল আরমান এর প্রথম স্ত্রী অভিনেত্রী তারিন।
১৯. অভিনেতা সুব্রত বড়ুয়া এর স্ত্রী অভিনেত্রী দোয়েল।তাদের কন্যা অভিনেত্রী দিঘী।

২০. অভিনেতা আমিন খান এর ভাই অভিনেতা আরাভ খান।

২১. অভিনেতা ড্যানি সিডাক এর পুত্র অভিনেতা সাজিদ ইফতেখার।

২২. অভিনেতা ফেরদৌস এর ভাই অভিনেতা তৌফিক।

২৩. গায়ক তপন চৌধুরী এর ভাই চিত্রশিল্পী স্বপন চৌধুরী এর পুত্র গায়ক অর্ণব এবং কন্যা উপস্থাপিকা অদিতি সেনগুপ্ত। অর্ণব এর স্ত্রী গায়িকা শাহানা বাজপেয়ী।

২৪. গায়িকা শাকিলা জাফর এর ননদ অভিনেত্রী সানজিদা প্রীতি। সানজিদা প্রীতি এর স্বামীর কাজিন অভিনেতা নাঈম। নাঈম এর স্ত্রী অভিনেত্রী শাবনাজ।

২৫. গায়ক রফিকুল আলম এর স্ত্রী আবিদা সুলতানা।আবিদা সুলতানার বোন গায়িকা রেবেকা সুলতানা।রেবেকা সুলতানা এর কন্যা গায়িকা পুষ্পিতা আবিদা। আরেক বোন গায়িকা সালমা আলি এর প্রাক্তন স্বামী সংগীত পরিচালক আলাউদ্দিন আলি।তাদের কন্যা গায়িকা আলিফ আলাউদ্দিন। উনার বর্তমান স্ত্রী অভিনেত্রী শম্পা রেজা।আলাউদ্দিন আলি এর ভাই এর পুত্র সংগীত পরিচালক আলি আকরাম শুভ এবং বোন এর পুত্র সুরকার আলী আকবর রুপু। আবিদা সুলতানা এর ভাই সংগীত পরিচালক শওকত আলি ইমন। শওকত আলি ইমন এর প্রথম স্ত্রী অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ।বিজরী বরকতুল্লাহ এর দ্বিতীয় স্বামী অভিনেতা ইন্তেখাব দিনার।উনার মা নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ।

২৬. লোক সংগীত শিল্পি মনোয়ারা বেগম এর কন্যা গায়িকা ডলি সায়ন্তনী, গায়িকা পলি সায়ন্তনী এবং পুত্র গায়ক বাদশাহ বুলবুল।ডলি সায়ন্তনী এর প্রাক্তন স্বামী গায়ক রবি চৌধুরী এবং গীতিকার আহমেদ রিজভী।

২৭. গায়ক আসিফ আকবর এর স্ত্রীর ভাই ক্রিকেটার এনামুল হক মনি।আসিফ আকবর এর বোনের ননদ গায়িকা মিতা হক।মিতা হক এর স্বামী অভিনেতা খালেদ খান।তাদের কন্যা মঞ্চ অভিনেত্রী জয়িতা।

২৮. গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এর কন্যা গায়িকা দিঠি।উনার বোনের পুত্র অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

২৯. গায়িকা আলম আরা মিনু এর স্বামী সুরকার সেলিম আশরাফ। সেলিম আশরাফ এর ভাই পরিচালক আজাদ খান।

৩০. অভিনেতা আব্দুল্লাহ আল মামুন এর কন্যা অভিনেত্রী দিবা নার্গিস।

৩১. সংগীত শিল্পী বারীণ মজুমদার এর পুত্র মুকাভিনেতা পার্থ প্রতীম মজুমদার এবং গায়ক বাপ্পা মজুমদার।বাপ্পা মজুমদার এর স্ত্রী অভিনেত্রী চাঁদনী।

৩২. গায়ক আজম খান এর ভাই সংগীত পরিচালক আলম খান।আলম খান এর পুত্র সংগীত পরিচালক আরমান খান এবং রিদমিস্ট আদনান খান।

৩৩. অভিনেতা জাফর ইকবাল এর ভাই সংগীত পরিচালক আনোয়ার পারভেজ এবং বোন গায়িকা শাহনাজ রহমতুল্লাহ।

৩৪. পরিচালক আজিজুর রহমান বুলি এর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী অঞ্জনা।উনার ভাই অভিনেতা মাহমুদ কলি।

৩৫. পরিচালক শিবলী সাদিক এর ছেলের শ্বশুর অভিনেতা আনোয়ার হোসেন।

৩৬. অভিনেত্রী শর্মিলী আহমেদ এর বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।উনার কন্যা অভিনেত্রী তনিমা আহমেদ।ওয়াহিদা মল্লিক জলি এর স্বামী অভিনেতা রহমত আলী। শর্মিলী আহমেদ এর ননদ এর ছেলের শালা অভিনেতা সাজু খাদেম।সাজু খাদেম এর শ্বশুড় অভিনেতা ইনামুল হক এবং শ্বাশুড়ি অভিনেত্রী লাকী ইনাম।উনার স্ত্রীর বোন অভিনেতা হৃদি হক।হৃদি হক এর স্বামী অভিনেতা লিটু আনাম।

৩৭. নাট্য নির্মাতা অরুন চৌধুরী এর স্ত্রী নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। চয়নিকা চৌধুরী এর বোন অভিনেত্রী তমালিকা কর্মকার।

৩৮. প্রযোজক ম হামিদ এর স্ত্রী অভিনেত্রী ফাল্গুনি হামিদ।তাদের কন্যা অভিনেত্রী তনিমা হামিদ।তনিমা হামিদ এর স্বামী সংবাদ পাঠক শামসুদ্দিন হায়দার ডালিম।

৩৯. গায়ক সাদী মহম্মদ এর ভাই নৃত্য শিল্পী শিবলী মহম্মদ।

৪০. জাদুকর জুয়েল আইচ এর ভাই গীতিকার মানিক আইচ। উনার স্ত্রী এর ভাই এর স্ত্রী বিউটিশিয়ান কানিজ আলমাস খান।

৪১. যাত্রা শিল্পী অমলেন্দু বিশ্বাস এর স্ত্রী যাত্রা শিল্পী জ্যোৎস্না বিশ্বাস। তাদের কন্যা অভিনেত্রী অরুণা বিশ্বাস।অরুণা বিশ্বাস এর ভাই এর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী মৌসুমি নাগ।মৌসুমি নাগ এর বর্তমান স্বামী অভিনেতা সোয়েব।

৪২. গায়িকা ফিরোজা বেগম এর স্বামী গীতিকার কমল দাসগুপ্ত। তাদের পুত্র হামিন আহমেদ, শাফিন আহমেদ এবং তাহসিন আহমেদ। হামিন আহমেদ এর স্ত্রী গায়িকা কানিজ সুবর্না।



মন্তব্য চালু নেই