জেনে নিন, সুরেশ রায়না সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য!

ভারত ক্রিকেট দলের নির্ভরযোগ্য বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের ভরসা। বিশেষ করে টি২০ ফরম্যাটে অন্যতম সেরা। তাঁর বিখ্যাত ইনসাইড আউট-শট তো প্রায় মিথ। আসুন জেনে নিই সুরেশ রায়না সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

১. একদিনের ক্রিকেটে অভিষেকে করেছিলেন শূন্য। টেস্ট ক্রিকেটের অভিষেকেই সেঞ্চুরি। অথচ, বর্তমানে একদিনের দলের অন্যতম ভরসা, টেস্ট টিমেই নেই।

২. টি২০ ফর্ম্যাটে প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরিটও রায়নার। ২০১০ সালে টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ রান করেন।

৩. রায়না জন্মসূত্রে জম্মু-কাশ্মীরের। বাবা সেনাবাহিনীর অফিসার ছিলেন।

৪. ২০০৪ সালে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বকাপে খেলেছেন। সেই দলে ছিলেন শিখর ধাওয়ান, রবিন উথাপ্পা, অম্বাতি রায়াডুর মতো খেলোয়াড়রা।

৫. টি২০ ফর্ম্যাটে ভারতের সর্বকনিষ্ঠ অধিনায়ক। সব ধরনের ফর্ম্যাট ধরলে দেশের সর্বকনিষ্ঠ অধিনায়ক এখনও পর্যন্ত মনসুর আলি খান পটৌডী।

৬. তিনটি ফর্ম্যাটেই সেঞ্চুরি হাঁকানো প্রথম ক্রিকেটার। রায়না ছাড়া রোহিত শর্মার এই রেকর্ড রয়েছে।

৭. চেন্নাই সুপার কিংস-এর হয়ে আইপিএল-এ সবক’টি ম্যাচ খেলেছেন। একটি ম্যাচেও তিনি দলের বাইরে থাকেননি।

৮. আইপিএল-এ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।

৯. পোর্শে বক্সার লিমিটেড এডিশন লাক্সারি কার- রয়েছে তাঁর গ্যারাজে।

১০. ২০১৫ সালে ‘‘মিরুথিয়া গ্যাংস্টারস’’ ছবিতে প্লেব্যাক করেছিলেন।



মন্তব্য চালু নেই