জেনে নিন, হিমালয় পর্বতমালা কীভাবে সৃষ্টি হলো

হিমালয় পর্বত মালার সৃষ্টির ইতিহাস পৃবিথীর অন্য পর্বতমালা থেকে একটু আলাদা। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলংকা এই কয়টি দেশ নিয়ে ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশ বর্তমানে এশিয়ার অংশ।

কিন্তু দুই কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ড ছিল আফ্রিকার কাছাকাছি। ভূমিকম্প, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি নানা কারণে ভারতীয় উপমহাদেশ ধীরে ধীরে এগোতে থাকে এশিয়ার দিকে। তারপর একসময় প্রচণ্ড ধাক্কায় এশিয়ার সাথে সংঘর্ষ হয়। তাতে এশিয়ার ভূখণ্ডের সাথে জোড়া লেগে যায়।

জোড়া লাগা স্থানগুলো প্রচণ্ড সংঘর্ষের কারণে উঁচু হয়ে যায়। উঁচু হয়ে যাওয়া এই বিরাট ভূমিই কালের স্রোতে হিমালয় পর্বতমালায় পরিণত হয়েছে।



মন্তব্য চালু নেই