জেলায় জেলায় গডফাদার তৈরি হয়েছে : রিজভী

বর্তমান সরকারের শাসনামলে দেশের জেলায় জেলায় গডফাদার তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, `এখন প্রচলিত আইনের কোনো প্রয়োগ নেই। গডফাদারের আইনেই বিচার হয়।`

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে শবেবরাত উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি এ সভার আয়োজন করে।

বর্তমান সরকারের শাসনামলে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই মন্তব্য করে রিজভী বলেন, ‘কোনো ধর্মের লোক নিরাপদ নয়। সরকার শুধু বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ধর্মগুরুরা নিহত হচ্ছে। অথচ সরকার নির্বিকার।’

দেশে এখন ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা চালু হয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

মিলাদ মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল খোকন, আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু, আবেদ রাজা, রফিক সিকদার, মনির খান প্রমুখ উপস্থিত ছিলেন। মাহফিল পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক।



মন্তব্য চালু নেই