জেলা পরিষদ নির্বাচন : প্রার্থীদের ঋণের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের ঋণের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি ইতোমধ্যে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্ভুলভাবে ঋণ খেলাপ সংক্রান্ত তথ্য সংকলন, সংরক্ষণ ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যথাসময়ে উপস্থাপন করতে হবে।

এছাড়া জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ার পর বাছাই শেষ না হওয়া পর্যন্ত সব বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন নিজ নিজ দফতরে উপস্থিত থাকেন। পাশাপাশি রিটার্নিং অফিসার কোনও তথ্য কিংবা সহায়তা চাইলে তা যথা সময়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই