জেলা পরিষদ নির্বাচন : মাগুরায় সবকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

মাগুরা প্রতিনিধি : আগামী কাল বুধবার ২৮ ডিসেম্বর মাগুরায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । এ নির্বাচনে জেলার ১৫ টি কেন্দ্র অর্থাৎ সবকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করেছে পুলিশ প্রশাসন।
মাগুরা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে , জেলা পরিষদ নির্বাচনে জেলায় ১৫ টি কেন্দ্র থাকবে । এ সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়েছে । নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে । এ নির্বাচনে ২৭৪ জন পুলিশ সদস্য , ২২৫ জন আনসার সদস্য , বিজিবি ,র‌্যাব ,স্টাইকিং ফোর্স , নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেত্বতে ভ্রাম্যমান আদালত কাজ করবে ।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে , এ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান , ৩৮ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত নারী সদস্য প্রতিব্দন্দ্বিতা করছে । নির্বাচনে ৪৭৬ জন ভোটার ১৫ টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন । নির্বাচনে ১৫ জন প্রিজাইডিং অফিসার , ৩০ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৬০ জন পোলিং অফিসার কাজ করবে । জেলার ৩৬ টি ইউনিয়ন, ৪ টি উপজেলা ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মাগুরা জেলা পরিষদ ।



মন্তব্য চালু নেই