জেলা প্রশাসক বরাবরে ৬দফা দাবীতে গণদাবী পরিষদের স্মারকলিপি প্রদান

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় বৃহত্তর সিলেটের অতীব জরুরী গুরুত্বপূর্ণ ৬দফা দাবীতে জেল প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ. এইচ. এম ফেরদৌস।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আব্দুল খালিক, উপদেষ্টা মাওলানা এডভোকেট আব্দুর রব, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর,

সর্বভোকেট আব্দুল অদুদ, এডভোকেট কামরুন নাহার তামান্না, ডাঃ হাবিবুর রহমান, ইকবাল হোসেন আফাজ, সালাহ উদ্দিন রিমন, সৈয়দ নজরুল ইসলাম চুনু, ইরশাদ আলী, এডভোকেট ফরহাদ হোসেন খান, মুহিবুল ইসলাম ফটিক, এডভোকেট চৌধুরী রহমত এলাহী রাজ, ডাঃ এ এস এম রাজ,এডভোকেট রুহেন আক্তার, এডভোকেট সুমিয়া জেরিন চৌধুরী, আলতাফ হোসেন লস্কর, মোঃ সাজু আহমদ, সাইদুর রহমান সুমন, শিমুল আহমদ, নুরুন নাহার বেগম, তৃষ্ণা রানী দত্ত, ক্ষমারাণী দে, রায়হান আহমদ, রাশিদা আক্তার স্বপ্না, সম্পা বেগম, হাসনা হেনা চৌধুরী, আছমা বেগম, সোহেলী রহমান, কাওছার আহমদ খছরু, মোঃ রাসেল আহমদ, সাহিদা তালুকদার প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক সমূহের বিআরটিসি বাস চালু, বৃহত্তর জৈন্তাপুর এলাকায় গ্যাস সরবরাহ, বোমা মিশনের মাধ্যমে ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলংয়ের পাথ উত্তোলন বন্ধ করা, সিলেট মহানগরীর অবৈধ উচ্ছেদ ও ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠ অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করে সভা সমিতি ও খেলাধূলার জন্য উন্মুক্ত করে দেওয়া, চাকুরী ক্ষেত্রে ১০০% সিলেটী লোক নিয়োগের জন্য জোর দাবী, বৃহত্তর সিলেট নদী-বন্দর সমূহে নদীর

তীরের হাট-বাজার ও গ্রামগঞ্জে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জোর দাবী জানান।



মন্তব্য চালু নেই