জেল থেকে বেরিয়ে যা করতে যাচ্ছেন সঞ্জয়

দীর্ঘ ২৩ বছর—মামলা, মোকদ্দমা, অভিযোগ, হাজতবাস। ১৯৯৩ থেকে ২০১৬ সালে এসে অবশেষে পুরোপুরি মুক্ত বলিউডের ‘মুন্নাভাই’ সঞ্জয় দত্ত। পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগার থেকে আজ স্থানীয় সময় সকাল ৯টার দিকে মুক্তি পেয়েছেন তিনি। মুক্তির পর ঠিক কী কী করতে যাচ্ছেন এ মুহূর্তে, জানা গেল মিসমালিনীর খবরে—

১. জেলখানা থেকে বের হয়ে একটি বিশেষ চার্টার প্লেনে করে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল সঞ্জয়ের, দিয়েছেনও তাই। গণমাধ্যম এবং মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ের ট্রাফিক জ্যাম এড়াতেই ছিল এ উদ্যোগ।

২. মুম্বাইয়ে বেলা ১১টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা সঞ্জয়ের। এ সময় গণমাধ্যমের বিশাল ভিড় থাকবে, সে সঙ্গে অজস্র প্রশ্ন—তবে এখন কোনো কথাই নাকি বলবেন না সঞ্জয়!

৩. মুম্বাইয়ের প্রাথমিক কাজকর্ম সেরেই সঞ্জয় ছুটবেন সিদ্ধিবিনায়ক মন্দিরে, আশীর্বাদ নিতে।

৪. সিদ্ধিবিনায়ক মন্দিরের পর মেরিন লাইনসে মা নার্গিসের সমাধিস্থলে যাবেন সঞ্জয়।

৫. এর পরেই ইমপেরিয়াল হাইটসে নিজের অ্যাপার্টমেন্টে ফিরবেন সঞ্জয়। পরিবার, আত্মীয়, বন্ধু আর শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষা করে রয়েছেন অনেকক্ষণ ধরেই।

৬. বাড়ি ফেরার খানিক বাদে আবারও গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাঁর। এ সময় অবশ্য তিনি কথাও বলবেন, জানাবেন জেলযাপনের কথা, বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।



মন্তব্য চালু নেই