জ্যাকসনের সন্তানদের জন্য দুসংবাদ!

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের উইল অনুযায়ী সন্তানদের বয়স ৩০ বছর হওয়ার আগে সম্পদের উত্তরাধিকারী হবে না। জ্যাকসনের তিন সন্তান ও স্ত্রী ক্যাথরিন জ্যাকসনের সম্পত্তি পাবেন।

সনি কোম্পানি বিটলসের গান বিক্রি করে দেবে। বিটলসের সঙ্গে জ্যাকসনের ৭৫০ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার কোটি টাকার চুক্তি রয়েছে। এই টাকা পেতে জ্যাকসনের সন্তানদের ৩০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে।

চুক্তির শর্ত অনুযায়ী জ্যাকসন সন্তানদের বয়স ৩০ বছর হলে অর্ধেক টাকা পাবেন। আরো পাঁচ বছর পরে ২৫ শতাংশ এবং ৪০তম জন্মদিনে বাকি অংশ পাবেন। জ্যাকসনের বড় সন্তান প্রিন্সকেই টাকা পেতে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জ্যাকসনের সম্পত্তির রক্ষণাবেক্ষক জন ব্রানকা ও জন ম্যাকক্লান জ্যাকসনের ৩০০ মিলিয়ন ঋণ পরিশোধ করেন।

তারা বলেন, জ্যাকসনের সন্তানদের জন্য খারাপ সংবাদ যে, তারা সনি কোম্পানির টাকা তাদের ৩০ বছর বয়স হওয়ার আগে পাবে না। প্রচলিত আইনে ২১ বছরে সন্তানরা টাকা পেতে পারে, কিন্তু জ্যাকসনের উইলের কারণে টাকা পেতে ৩০ বছর, বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জ্যাকসনের তিন সন্তান প্রিন্স জ্যাকসন, প্যারিস জ্যাকসন ও ব্লানকেট জ্যাকসন তাদের বাবার টাকার উত্তরাধিকার হলে তাদেরকে আর জীবনে কোনোদিন কাজ করে উপার্জন করতে হবে না।



মন্তব্য চালু নেই