জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি গাছ কাটায় ৩জনের কারাদন্ড ও জরিমানা

জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার কুসুম্বায় সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগে ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক এই দন্ডাদেশ দিয়েছেন।

দন্ডিতদের মধ্যে উপজেলার হরেন্দা গ্রামের আজিজার রহমান (৪১), বড়পুকুরিয়া গ্রামের আব্দুল গাফ্ফার (৩৭) এর প্রত্যেককে ২মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অপর আসামী একই উপজেলার সাড়ারপাড়া গ্রামের মোঃ আব্দুল কাদের (৩৪) কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও একহাজার টাকা জরিমানা অনাদায়ে ১দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু হেনা মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার রাতে টহল পুলিশ পাঁচবিবি কামদিয়া সড়কের কুসুম্বা নামক স্থানে সড়কের দুপাশে থাকা সরকারি গাছ কেটে মেসিতে (মিনি ট্রাক্টর জাতীয় পরিবহন) ভর্তি করে নিয়ে যায়ার সময় টহল পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।



মন্তব্য চালু নেই