জয়পুরহাটে ওয়ার্ল্ডভিশনের ‘শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিক মতবিনিময়

বৃহস্পতিবার বিকালে ওয়ার্ল্ডভিশন-বাংলাদেশ জয়পুরহাট এডিপির স্পন্সরশীপ প্রজেক্টের উদ্দ্যোগে ‘শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ’ বিষয়ক এক সাংবাদিক মতবিনিমিয় সভা ওয়ার্ল্ডভিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ডভিশন-বাংলাদেশ জয়পুরহাট এডিপি ম্যানেজার শীতল পেরেরা’র সভাপতিত্বে ওই অনুষ্ঠানে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ডভিশনের বিভিন্ন কাযক্রম উপস্থাপন করেন মনিটরিং অ্যান্ড ইভালুয়েশান অফিসার শাহ কামাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশনের শিশু বিষয়ক কর্মকর্তা ড্যানিয়েল সরকার,লাভলীহুড প্রজেক্টের ম্যানেজার দীনেন্দ্রনাথ সরকার,সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু,আবু বক্কর সিদ্দিক, মোস্তাকীম ফাররোখ, মাশরেকুল আলম,রফিকুল ইসলাম,মোয়াজ্জেম হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই