‘জয়া আহসান বলে কেউ নেই, সব চরিত্রের সমষ্টি’

হলুদ রঙা শাড়ি। ডান হাতে তিনটি রুলি। গলায় একটি হালকা মোটা চেইনের মত দেখতে। ডাগড় চোখের চাহুনি! ঠোঁটে হালকা বেঙুনি রঙা লিপিস্টিক। কাজল কালো দুটি চোখ। অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছেন। আর হঠাৎ করেই ক্যামেরার সাটারে পড়ল ক্লিক।

এমন রূপেই আলোকচিত্রির ক্যামেরায় ধরা পড়েছেন হালের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আর এমনই তিনিট ছবি তিনি পোস্ট করেছেন তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার ওয়ালে। শিরোনাম দিয়েছেন ‘নার্সিসিজম’। যার মানে বাংলায় আত্মরতি বা আত্মমুগ্ধতা।

আর এরপর থেকেই কমেন্টের জোয়াড়ে ভাসছে জয়ার ফেসবুক ওয়াল। এমনই একটি মন্তব্য হল-‘জয়া আহসান বলে কেউ নেই, সব চরিত্রের সমষ্টি’, অপর একজন লিখেছেন, ‘জয়া আহসান আসলেই তিনজন (থ্রি ইন ওয়ান-ত্রিমাত্রিক-থ্রিডি), যাঁর তুলনা উপরের ছবিতে’।



মন্তব্য চালু নেই