ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের উদ্দ্যেগে কম্বল বিতরণ

সাতক্ষীরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ – পরিচালক শেখ মুহসীন আলী বলেছেন,সাংবাদিকেরা শুধু রাষ্ট্র বা সমাজের বিভিন্ন সমস্যার কথা পত্র পত্রিকায় লিখবেন এটাই তাদের প্রধান কাজ নয়। সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত লোকজনের দুঃখ দুর্দশায় তাদের পাশে এসে দাড়ানোও তাদের নৈতিক দায়িত্ব। তিনি বৃহস্পতিবার বিকালে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত অসহায় প্রতিবন্ধি , গরীব ও দুঃস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রেস ক্লাবের সভাপতি একরামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সোহবার হোসেন সাজু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ,আ’লীগের সদর উপজেলা সহ সভাপতি ঝাউডাঙ্গা হাই স্কুলের সাবেক সহ কারী প্রধান শিক্ষক আনিছউদ্দীন,তালা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুর রহিম,দেশ টিভি’র জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন,দৈনিক ঢাকার ডাক’এর জেলা প্রতিনিধি নাজমুল হক,ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম,ঝাউডাঙ্গা ইউপি মেম্বার আয়জুদ্দীন, জাউডাঙ্গা বাজার কমিটির সম্পাদক জাহিদ হোসেন, প্রেস ক্লাবের সম্পাদক প্রভাষক রাশেদ রেজা তরুন, সহ সভাপতি শেখ খায়রুল ইসলাম,অর্থ সম্পাদক তৌহিদুর রহমান, প্রচার সম্পাদক প্রভাষক শওকত আলী, সাগঠনিক সম্পাদক রাজু ঘোষ,দপ্তর সম্পাদক মিলন হোসেন, ডাঃ আবুল হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে ঝাউডাঙ্গা এলাকার শতাধিক পুরুষ ও মহিলাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই