ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে ঝালকাঠিতে প্রথমবারের মত ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ৩দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা বৃহষ্পতিবার সম্পন্ন হয়েছে।
ঝালকাঠি সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বাংলাভিশন এর সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ, একাত্তর টেলিভিশনের নিউজ এডিটর পলাশ আহসান, পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন ও সমন্বয়কারি তানিয়া পারভিন প্রশিক্ষণ প্রদান করেন।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে অনলাইন মিডিয়া সাংবাদিক ও সমবাদ ডট কমের সম্পাদক মিজানুর রহমান পনা’র হাতে সনদপত্র তুলে দেন ঝালকাঠি জেলা প্রশাসক রবীন্দ্র শ্রী বড়ুয়া ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু।
প্রশিক্ষন কর্মসূচিতে জেলায় কর্মরত টেলিভিশন, বেতার ও অনলাইন মিডিয়ার ৩৩ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। এছাড়া ২৪-২৬ আগস্ট ঝালকাঠি সার্কিট হাউজেই জেলার ৩৫ জন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদেরও বুনিয়াদি প্রশিক্ষণ দেয়া হয়।



মন্তব্য চালু নেই