ঝিনাইগাতীতে এডিপি’র উদ্দ্যোগে বার্ষিক শিশু সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইগাতী (শেরপুর): “বাল্যবিবাহ করব না, বাল্যবিবাহ হতে দেবনা, ইভটিজিং করবনা, মাদককে না বলুন” এই শপথ গ্রহনের মাধ্যমে শেরপুরের ঝিনাইগাতী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় ও স্পন্সরশীপ প্রজেক্টের আয়োজনে এডিপি’র মাঠে ২০মার্চ রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক শিশু সমাবেশ। ঝিনাইগাতী এডিপি’র স্বাস্থ্য ম্যানেজার সুভাষ সরকারের সভাপতিত্বে ও স্পন্সর প্রজেক্ট অফিসার কুহু হাগিদকের সঞ্চালনায় উক্ত শিশু সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্পন্সর ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি ডাঃ নবীজল হক রানা, সেক্রেটারী মুহাম্মদ আবু হেলাল, এডিপি’র মনিটরিং অফিসার মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ, মহারশি চাইল্ড ফোরামের সভাপতি এনামুল হক, সোনারতরী চাইল্ড ফোরামের সভাপতি আবু হুরায়রা, মনফড়িং চাইল্ড ফোরামের কোষাধ্যক্ষ মাহফুজা খাতুন প্রমূখ। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও ঝড়েপড়া বিষয়ে সজাগ করাই ছিল এ সমাবেশের মূল উদ্দেশ্য। অপরদিকে মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠে একই ধারাবাহিকায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন চাইল্ড ফোরার ও স্পন্সরের ৫শত ছেলে মেয়ে উপস্থিত ছিল। অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীকে লেখাপড়ায় উৎসাহ উদ্দীপনার অংশ হিসেবে একটি করে ইংরেজি ডিকশনারি বই প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই