ঝিনাইগাতীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর) থেকে: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে ২৯ফেব্রুয়ারী সোমবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা’র সভাপতিত্বে উপজেলার অবকাশ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কোনআন ও গীতা পাঠের মধ্যে দিয়ে উক্ত আলোচনা সভায় জেলা তথ্য অফিসার মোঃ বেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, মোঃ এনামুল হক, উপ-পরিচালক (উপ-সচিব), স্থানীয় সরকার মন্ত্রনালয়, শেরপুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কোরবান আলী। অতিথিগণ বর্তমান সরকারের যুগান্তকারী উন্নয়নের সকল প্রকার চিত্র উল্লেখ করে উপস্থিত সকলকে অবহিত করেন। বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের যে অভুতপূর্ব উন্নয়ন করে যাচ্ছে, সাধারণ জনগণ তার অনেক কিছুই যথাযথ ভাবে অবগত নন। সেই কারণে জেলা তথ্য অফিসের মাধ্যমে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ঝিনাইগাতী এডিপি ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন সিবিও’র সদস্যা, উপজেলার বিভিন্ন সিবিও’র নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পাবলিক হলে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে ঝিনাইগাতী বাজারে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে,অজ্ঞাত কারণে উপজেলা জাসদের নেতৃবৃন্দগণ এই আলোচনা সভায় যোগদান করেন নাই।



মন্তব্য চালু নেই