ঝিনাইগাতীতে সরিষা বাম্পার ফলনের সম্ভাবনা

শেরপুরের সীমান্তবর্তী উপজেলার গারো পাহাড়ে সরিষা চাষের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ উপজেলার মাটি ও আবহাওয়া সরিষা চাষের জন্য অত্যান্ত উপযোগী। কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে সরিষা চাষে আগ্রহী হচ্ছেন না এ এলাকার কৃষকরা। সরিষা চাষে কম খরচে বাড়তি একটি লাভজনক ফসল কৃষকদের ঘরে আসে।

এতে দেশের খাদ্য তেলের ঘাটতি পূরণের পাশাপাশি আবাদি জমিগুলোতে উর্বরতা বৃদ্ধি পায়। উপজেলা কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের সহায়তায় চলতি মৌসুমে সীমান্তবর্তী এ উপজেলার গারো পাহাড়ে প্রায় ৪শ’ একর জমিতে সরিষা আবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো।

এতে আশাতীত ফলনের আশা প্রকাশ করছেন স্থানীয় কৃষি সম্প্রষারণ অধিদপ্তর। কৃষিবিদদের মতে, কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের উদ্যোগে সরিষা চাষ সম্পর্কে কৃষকদের আরো উদ্ভূদ্ধ করণ করা হলে এ উপজেলার গারো পাহাড়ে সরিষা চাষের বিপ্লব ঘটতে পারে।



মন্তব্য চালু নেই