ঝিনাইদহে আরেকটি ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চলার মধ্যেই সদর উপজেলার লেবুতলা এলাকায় আরেকটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। রবিবার সকাল থেকেই জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। তবে সেখানে এখনো অভিযান শুরু হয়েছে কি না তা জানা যায়নি।

এদিকে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযানে দুই জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার দিনগত রাত থেকে ওই বাড়ি ঘিরে রাখার পর রবিবার সকাল ৬টার দিকে বাড়িটিতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এসময় আত্মঘাতী হামলায় দুই জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবীর।

জঙ্গিদের আত্মঘাতী হামলায় কাউন্টার টেরোরিজমের এডিশনাল এসপি নাজমুল হাসান ও ডিএসবির এসআই মহসীন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, সদর উপজেলার লেবুতলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে আরেকটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গত ২১ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আব্দুল্লাহ নামের ধর্মান্তরিত এক ব্যক্তি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে আইন-শৃঙ্খলা বাহিনী। পরদিন সেখানে অভিযান চালানো হয়। ‘অপারেশন ‘সাউথ প’ নামের ওই অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে ওই অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি।



মন্তব্য চালু নেই