ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট ৭ মাসে মৃত্যু ৮ জনের

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসেন আলী (১৮) নামে এক নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হোসেন আলী সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার মনোয়ার হোসেনের ছেলে। এ নিয়ে গত ৭ মাসে ঝিনাইদহ জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হলো।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, হোসেন আলী শনিবার স্থানীয় আব্দুল খালেকের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ অবস্থায় হোসেনকে উদ্ধার করে ডাকবাংলার একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, অসাবধানতার কারণে জেলায় হরহামেশা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষের মৃত্যু হচ্ছে। গত ২ জানুয়ারী হরিণাকুন্ডুর পারমথুরাপুর গ্রামে মিজানুর রহমান, ২৬ মার্চ কালীগঞ্জ উপজেলার খেয়েরতলা গ্রামে মন্নু হোসেন, ১৪ এপ্রিল একই উপজেলার ফয়লা গ্রামের ছালেহা খাতুন, ২৩ জুলঅই আরজ আলী, ২০ জুলাই সদরের হুদা বাকড়ী গ্রামের ফয়জার হোসেন ও ৯ আগষ্ট মহেশপুরের রেজাউল ইসলামসহ ৮ জনের মৃত্যু হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।



মন্তব্য চালু নেই