টঙ্গীবাড়ীতে পদ্মা নদীতে জলদস্যুদের হামলায় ৩০ জেলে আহত, লুট

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জলদস্যুদের হামলায় ৩০ জেলে আহত হয়েছেন। এ সময় জেলেদের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা ও ৩০টি মোবাইল ফোনসহ ট্রলারে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে গেছে। জলেরা আহতদের মধ্যে রয়েছেন, জেলে আলমগীর (৩২), রেজা (২৫), শাহআলম (৪৫), রিপন (৩৩), সেরু (৪০), দুলাল (৪৫)।

আহত জেলেরা হাসাইল ও নওপাড়া বাজারে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার গভীররাতে টঙ্গীবাড়ী ও নড়িয়া উপজেলার পদ্মা নদীর অংশে শুক্রবার জেলেদের মাছ ধরার ২০টি ট্রলারে জলদস্যুদের এ হামলার ঘটনা ঘটে।

আহতরা জানান, শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে ২০-২৫ জনের একদল সশস্ত্র জলদস্যু ২টি ট্রলার দিয়ে মুখে গামছা বেঁধে এসে তাদের মারধর করে ট্রলারে থাকা নগদ টাকা মোবাইল সেট ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

উল্লেখ্য, গত ১৫দিন আগেও পদ্মা নদীতে জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটে। ওই সময়ও নগদ টাকা ও ২০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, বিষয়টি আমাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য চালু নেই