টস জিতে ব্যাটিংয়ে সাকিবের ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বের খেলা প্রায় শেষ। এবার শুরু ফিরতি লেগের খেলা, সঙ্গে প্রথম লেগের হিসাব-নিকাশ মেলানোর পালা দলগুলোর। সেই পর্বের শুরুতেই আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাব্বির-মিরাজদের রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।

নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইটান্সের কাছে বাজেভাবেই হেরেছে তারা, যদিও নয় রানের জয়-পরাজয়ের ব্যবধান সেটা বলবে না। তবে ৮৩ রানে সাত উইকেট হারানো দলটি ব্যাটিংয়ে চরমভাবেই ব্যর্থ হয়েছে। শেষের দিকে সিকুজে প্রসন্ন অতিমানবীয় ইনিংস খেলে ফেলাতেই পরাজয়ের ব্যবধানটা ছোট হয়েছে তাদের। এর আগে প্রথম দেখায় সাব্বির-মিরাজদের কাছে হারে সাকিব-নাসিররা। তাই আজকের ম্যাচটি যেমন ঢাকার জন্য প্রতিশোধের, তেমনি নিজেদের ভুল শুধরে জয়ের ধারায় ফেরারও।

দিনের প্রথম ম্যাচে নিজেদের শতভাগ উজাড় করে দেয়ার বিকল্প নেই রাজশাহী কিংসেরও। আগের পাঁচ ম্যাচে কেবল ঢাকা ডায়নামাইটসকে হারাতে পারা দলটি বাকি চার ম্যাচে হেরে রীতিমতো খাদের কিনারে দাঁড়িয়ে। এমন পরিস্থিতিতে আবারো আসরের কাগজে-কলমে সেরা দলটির মুখোমুখি হওয়া, বাড়তি এক চ্যালেঞ্জই ড্যারেন স্যামির দলের জন্য। তবে এমন ম্যাচের আগে দলটির অনুপ্রেরণা ওই ঢাকা ডায়নামাইটসই।



মন্তব্য চালু নেই