টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে কুরআনের আয়াত

যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ম্যাগাজিন টাইম-এর প্রচ্ছদে এবার কুরআনের আয়াত থেকে উদ্ধৃতি দেয়া হয়েছে। ম্যাগাজিনটির চলতি মাসের প্রচ্ছদ রচনা লেখা হয়েছে সিরিয়ার সামাজিক সংগঠন ‘হোয়াইট হ্যালমেট’ নিয়ে। যেখানে কুরআনের আয়াতের উদ্ধৃতি দেয়া হয়।

কুরআনের ওই আয়াতে বলা হয়েছে, ‘যে একজন মানুষের জীবন বাঁচাল সে সমগ্র মানবজাতিকে বাঁচাল।’ এটি সুরা মায়িদার ৩২ নং আয়াতের একটি অংশ।

সিরিয়ার হোয়াইট হ্যালমেট নামের স্বেচ্ছাসেবী সংগঠন যুদ্ধের কবলে পরা হাজারো মানুষকে রক্ষা করতে সহায়তা করেছে। যে কারণে এ বছর শান্তিতে নোবেল প্রাপ্তির তালিকায় নাম ছিল সংগঠনটির। সংগঠনের আদ্যোপান্ত নিয়েই এবারের কভার করেছে টাইম ম্যাগাজিন।

সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী হোয়াইট হেলমেট কর্মীরা বোমা হামলায় বিধ্বস্ত ভবনগুলো থেকে হাজার হাজার মানুষকে উদ্ধার করেছে। গত সেপ্টেম্বরে গ্রুপটি রাইট লিভলিহুড অ্যাওয়ার্ড জিতেছে। সূত্র: এক্সপ্রেস উর্দু

time-413x550



মন্তব্য চালু নেই