টাকার জন্যই ঝুঁকিপূর্ণ শট দিতে হয়েছে এই হিরোকে

সিনেমায় ঝুঁকিপূর্ণ দৃশ্যে সাধারণত ‘ডামি’ ব্যবহার করা হয়। এডিটিংয়ে কারসাজির মাধ্যমে নায়ককে ‘স্ট্যান্ট’ করতে দেখা যায়।

গতকাল সিমেনায় এমনই একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করলেন আনিসুর রহমান মিলন।

এই সিনেমাটির নাম ‘সাদাকালো প্রেম’। এটি পরিচালনা করেছেন শাহ আলম মন্ডল।সিনেমার এই দৃশ্যটির শুটিং হয় আশুলিয়ায়। শুটিংয়ের বেশকিছু ছবি মিলন তার ফেসবুকেও দিয়েছেন। যেখানে পাখির মতো উড়ে উড়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখা যায় মিলনকে।

এমন ঝুঁকিপূর্ণ দৃশ্যে ডামি ছাড়াই শট দেওয়া প্রসঙ্গে মিলন বলেন, ‘সাধারণত ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোতে শট দেওয়ার ক্ষেত্রে ডামির ব্যবহার করা হয়। তবে গতকাল আমি ডামি ছাড়াই শট দিয়েছি। এমনকি ডুপ্লিকেট পোশাক ছাড়াই।’

এমন ঝুঁকিপূর্ণ শট দিলেন কেন করলেন, এমন প্রশ্নের জবাবে মিলন বলেন, ‘টাকার জন্যই মূলত এমন শট দিতে হয়েছে।

মানে আমার পরিবর্তে যার ডামি করার কথা ছিল সে আসেনি, এদিক দিয়ে শুটিং বন্ধ করে দিলেও অনেক টাকা লস তাই ইউনিটের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিই।

তবুও যতটুকু সম্ভব ঝুঁকি কমাতে ইউনিটের ওরা আমাকে কয়েকবার করে শটটা দেখিয়ে দিয়েছে।’

‘সাদাকালো প্রেম’ ছবির ফাইট ডিরেক্টর হিসেবে আছেন চুন্নু। দুই নায়ক এক নায়িকার এ ছবিতে মিলনের বিপরীতে অভিনয় করছেন অ্যানি খান। এতে বাপ্পি চৌধুরীতেও দেখা যাবে।



মন্তব্য চালু নেই