টাকাসহ স্বর্ণালঙ্কার লুট, ককটেল ফাটিয়ে পালালো ডাকাত

রাজশাহী ব্যুরো প্রধান: এবার রাজশাহীর বায়ায় ককটেল ফাটিয়ে একটি বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে হাসিবুলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এর আগে গত ৪ মার্চ বায়া আশ্রয় এনজিও কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটে। এবার মাত্র ১২ দিনে মাথায় ১০০ গজ দূরে আবার হাসিবুলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

হাসিবুল ইসলাম জানান, রাতে ডাকাতরা ককটেল ফাটিয়ে প্রথমে আতঙ্ক সৃষ্টি করে। এরপর বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে সোনার গহনাসহ নগদ কয়েক লাখ টাকা লুট করে। পরে মসজিদে ডাকাতির বিষয়টি মাইকিং করা হলে ১৫-১৬ জনের অস্ত্রধারী ডাকাত সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনার পর থেকে ওই বাড়ির সদস্যরা চরম আতঙ্কে রয়েছে বলেও জানান তিনি।

রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা জানান, ডাকাতির কোনো খবর পাননি। তারা শুনেছেন চুরির ঘটনা ঘটেছে। কেউ মামলা দিলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এ মাসের ৪ মার্চ গভীর রাতে রাজশাহীর বায়া আশ্রয় এনজিও কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।



মন্তব্য চালু নেই