টাক সমস্যা সমাধানে মেহেদি!

মেহেদি শুধু হাতের সৌন্দর্য বৃদ্ধি করা না, সাথে সাথে আমাদের শরীরের বিভিন্ন রোগ দূর করতেও সাহায্য করে। কিন্তু তা কীভাবে? আসুন জেনে নেয়া যাক-

১. টাক সমস্যা সমাধান করে:
একটি ছোট প্যানে সরিষার তেলের সাথে মেহেদি পাতা মিশিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিন। মেহেদি পাতার পুষ্টি সেই তেলের সাথে খুব ভালভাবে মিশে যায়। তারপর এই তেল ঠাণ্ডা করে ব্যবহার করুন। এতে আপনার টাক পড়ার সমস্যা থাকলে তা দূর হবে।

২. মাথা ব্যথা দূর করে:
ভিনেগারের মাঝে মেহেদি পাতা এবং ফুলের পাপড়ি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর এই পানি আপনার ব্যথার স্থানে ভালভাবে লাগিয়ে নিন এবং মালিশ করুন। এতে আপনার ব্যথা দূর হবে।

৩. খুশকি দূর করে:
মেথি ও সরিষার তেলের সাথে মেহেদি মিশিয়ে মাথার স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। এতে প্রাকৃতিকভাবে আপনি খুশকি থেকে মুক্তি পাবেন।–সুত্র: টাইম্‌স অফ ইন্ডিয়া।



মন্তব্য চালু নেই