টাঙ্গাইলে বোমা তৈরির সরঞ্জামসহ ২ জেএমবি গ্রেপ্তার

টাঙ্গাইলের কালীহাতি থেকে জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোরে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বল­ভবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাক্ষণবাড়ি গ্রামের ছামাদ আলীর ছেলে জুয়েল মিয়া (২৬) ও বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনির জয়নাল আবেদীনের ছেলে আবু সাইদ (২৪)।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, কালীহাতির এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে জেএমবি সদস্য জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে বল­ভবাড়ী এলাকা থেকে অপর জেএমবি সদস্য আবু সাইদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কক্ষ থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, একটি চাপাতি, বোমা তৈরির বর্ণনা সম্বলিত একটি খাতা ও জিহাদি বই উদ্ধার করা হয়।



মন্তব্য চালু নেই