টাঙ্গাইলে সাংসদসহ ১০ জনকে গ্রেফতারে পরোয়ানা

টাঙ্গাইলের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংসদসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত টাঙ্গাইল সদরের বিচারক মো. আমিনুল ইসলাম অভিযোগপত্র গ্রহণ করে ১০ জনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

মামলার আসামিরা হলেন টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান রানা, তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার প্রাক্তন মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের প্রাক্তন সহসভাপতি সানিয়াত খান বাপ্পা এবং সাংসদের ঘনিষ্ঠ সহযোগী কবির হোসেন, সমীর, যুবলীগের তৎকালীন নেতা আলমগীর হোসেন (চাঁন), নাসির উদ্দিন (নুরু), ছানোয়ার হোসেন ও দারোয়ান বাবু ওরফে দাঁত ভাঙা বাবু।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি এই ১০ জনসহ মোট ১৪ জনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন। ২০১৪ সালের মার্চে ওই মামলায় রাজা নামের এক সন্ত্রাসী পুলিশের হাতে গ্রেফতার হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে রাজা এ হত্যাকাণ্ডে টাঙ্গাইলের প্রভাবশালী খান পরিবারের চার ভাইয়ের সংশ্লিষ্টতা থাকার কথা স্বীকার করেন। এর পর থেকে আলোচিত খান পরিবারের চার ভাই পলাতক রয়েছেন।



মন্তব্য চালু নেই