টানা ১০০ তে, যে রেকর্ড গড়লেন ম্যাককালাম

বেসিন রিজার্ভে তিনি আজ শততম টেস্ট খেলতে নামেন।তবে সেটা এমন কিছু নতুন কীর্তি নয়। নিউজিল্যান্ডের হয়েই এর আগে আরও দু’জন একশো টেস্ট খেলেছেন। স্টিভন ফ্লেমিং এবং ড্যানিয়েল ভেট্ররি।

অন্যান্য দেশের হয়ে খেলছেন আরও অনেকে। কিন্তু ব্রেন্ডন ম্যাককালাম তাদের থেকে আলাদা। এই প্রথম কোনও ক্রিকেটার টানা শততম টেস্টের মাইলফলক গড়লেন।

অভিষেকের পর ম্যাককালাম এখনও পর্যন্ত একটিও টেস্টে অনুপস্থিত থাকেননি। অভিষেকের পর থেকে কখনও বাদ যাননি, কোনওদিন চোটের জন্যও টেস্ট থেকে সরে দাঁড়াতে হয়নি।

এর আগে কোনও দেশের কোনও ক্রিকেটারই যে নজির কখনও গড়তে পারেননি।‘পিছন ফিরে তাকিয়ে আমার বেশ গর্ব হচ্ছে যে, টানা ৯৯ টেস্ট খেলে ফেলেছি। দীর্ঘ সময় ধরে খেলতে পেরেছি। চোটের হাত থেকে রক্ষা করতে পেরেছি নিজেকে। লম্বা সফরের ধকল সহ্য করে খেলে যেতে পেরেছি,’বলেছেন ম্যাককালাম।

সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েই ফেলেছেন। ক্রাইস্টচার্চে টেস্টকেও বিদায় জানাবেন, বলে দিয়েছেন।



মন্তব্য চালু নেই