টিফিনের টাকায় শিক্ষার্থীদের অমর একুশ উদযাপন

মুন্সীগঞ্জের সদর উপজেলার বাগমামুদালি পাড়ায় প্রভাত ফেরির মাধ্যমে মঙ্গলবার উদযাপিত হয়েছে শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছরের ন্যায় এবারও স্কুলগামী শিক্ষার্থীদের উদ্যোগে ভাষা দিবস উদযাপন করেছে।

তারা নিজেদের প্রতিদিনের টিফিনের সঞ্চয় করা টাকায় শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষার্থীরা।

১৫ শিক্ষার্থীদের মধ্যে সপ্তম শ্রেনীর সৌরভ সরকার জানায়, আমরা প্রতিবছর নিজেদের উদ্যোগে কর্কশীট, ফুল ও কালো কাপড়ের সাহায্যে শহীদ মিনার নির্মাণ করে একুশে ফেব্রুয়ারি উদযাপন করি। সালাম,বরকত, শফিক, জাব্বার সহ সর্ব স্থরের ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের।

ভবিষ্যতে সকলের সহযোগিতায় এলাকার সর্বস্তরের জনগনকে নিয়ে ভাষা দিবস উদযাপন করব এটাই আমাদের প্রত্যাশা। এসময় আরো ছিলেন, শর্মী সরকার, মহন সাহা,শচিন সরকার, প্রান্ত সরকার, গোপালসহ অন্যান্য শিক্ষার্থী।



মন্তব্য চালু নেই