টিম ইউনিটিকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

রোববার ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে টিম ইউনিটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। সবাই মিলে ভাল খেলতে পারলে ভালো ফল পাওয়া যাবে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মিরপুরে শনিবার দুপুরে ফাইনালের প্রাক প্রেসব্রিফিংয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি বলছি না যে, দলে বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে। আসলে আমরা একার ওপর নির্ভর করতে চাইনা। দলবদ্ধ হয়ে খেলতে চাই। গত তিন ম্যাচের দিকে যদি আপনি তাকান তাহলে সেটাই দেখতে পাবেন। দলগত পারফরম্যান্সের কারণেই আমরা টানা তিনটা ম্যাচ জিতেছি। তবে এটাও ঠিক আমাদের তামিম, সাকিব, সৌম্যদের মতো খেলোয়াড় আছে। টি-২০তে ৮ নম্বরে নেমেও ম্যাচের চেহারা পাল্টে দেওয়া যায়। আমাদের শুরু এবং শেষটা ভাল করতে হবে। আমাদের সামনে ভাল সুযোগ এসেছে, এটা কাজে লাগাতে চাই।’

ফাইনালের উইকেট নিয়ে মাশরাফি বলেন, ‘প্রথম দিকে উইকেটে বেশ ঘাস ছিল। যে কারণে বেশি রান ওঠেনি। কিন্তু এখন উইকেট অনেকটাই ফ্লাট। গত তিন ম্যাচের দিকে তাকালে দেখা যাবে, সেখানে বেশ ভাল রান হয়েছে। আমার মনে হয় ফাইনালের উইকেটও হবে ব্যাটিং সহায়ক।’



মন্তব্য চালু নেই