টি-টোয়েন্টি বিশ্বকাপ: ধর্মশালাতেও তুমুল বৃষ্টি

রোববার এশিয়া কাপের ফাইনালের আগে ঢাকায় তুমুল ঝড় আর বৃষ্টির কারণে খেলাটাই অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গিয়েছিল। যদিও, শেষ পর্যন্ত বৃষ্টি বন্ধ হওয়ার পর খেলা মাঠে গড়ায় এবং ১৫ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এশিয়া কাপের খেলা শেষ করতে না করতেই, ডাক এলো টি-টোয়েন্টি বিশ্বকাপের। হিমাচল প্রদেশের ধর্মশালায় বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে ৯ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডসের।

তবে ঢাকার পর বৃষ্টি বাংলাদেশকে তাড়া করছে ধর্মশালাতেও। হিমাচল প্রদেশের এই হিমশহরেই বুধবার থেকে শুরু বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান; কিন্তু সোমবার দুপুরে তুমুল শিলাবৃষ্টিতে ধুয়ে গেল ধরমশালার অপূর্ব সুন্দর স্টেডিয়ামটি!

যদিও, আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়নি। যদিও বাংলাদেশের ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড ঠাণ্ডার। কারণ, এই হিমাচল রাজ্যে তাপমাত্রা ২ ডিগ্রিতেও নেমে আসার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা ১২ ডিগ্রি সেলসিয়াস।



মন্তব্য চালু নেই