টুইটারে বাড়ছে না শব্দের সংখ্যা

ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারে লেখার সীমা বাড়ছে বলে যে খবর বেরিয়েছিল তা নাকচ করে দিয়েছেন সাইটটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডরসি। তিনি জানিয়েছেন, ১৪০ শব্দে টুইট করার সীমা অপরিবর্তিত থাকছে।

এনবিসি’র এক অনুষ্ঠানে শব্দসীমা বাড়ানো হবে কি না জিজ্ঞেস করা হলে ডরসি বলেন, ১৪০ শব্দে টুইট করার সীমাটা আমাদের জন্য ভালো। এতে বিভিন্ন মুহূর্তকে সংক্ষেপে তুলে আনা যায়। সীমাটা ভাঙা হবে বলে সংবাদ হয়েছে। কিন্তু আসলে তা সত্য নয়।

চলতি বছরের শুরুর দিকে প্রযুক্তির খবর প্রচারকারী ওয়েবপোর্টাল ‘রি/কোড’ এক প্রতিবেদনে জানায়, ব্যবহারকারীদের জন্য ১৪০ শব্দের পরিবর্তে ১০ হাজার শব্দে টুইট করার সেবা চালুর পরিকল্পনা করছে টুইটার। তবে এ নিয়ে টুইটারের পক্ষ থেকে কখনো কোনো নিশ্চয়তা দেয়া হয়নি।



মন্তব্য চালু নেই