টুইন টাওয়ারে হামলার সময় যেমন ছিলো জর্জ বুশ ও হোয়াইট হাউসের অবস্থা (ছবি সহ)

সারাবিশ্বকে টালমাটাল করে দেয়া ঘটনা ছিলো ৯/১১। ২০০১ সালের ৯ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর পাল্টে যায় পুরো বিশ্বের রাজনৈতিক পটভূমি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের প্রভাব পড়ে অর্থনীতিতেও।

সেই ঐতিহাসিক মুহূর্তে কেমন ছিলো হোয়াইট হাউসের অবস্থা। প্রেসিডেন্ট জর্জ বুশ কি ভাবছিলেন? সম্প্রতি হোয়াইট হাউসে সে সময়ের কিছু দুর্লভ ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।

2AD1C38400000578-3174018-image-m-6_1437781832192

সেসময় নিজের অফিসে বসে নির্লিপ্তভাবে টিভি রিপোর্ট দেখছিলেন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি

2AD1C3D400000578-3174018-image-m-12_1437782734560

হোয়াইট হাউসের সেফটি বাঙ্কারে যাওয়ার পর চেনি। ঘটনার আকস্মিকতা তখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি।

2AD1C3C800000578-3174018-image-m-82_1437783844259

ব্যতিব্যস্ত চেনি তখন ফোনে কথা বলছিলেন

2AD1C3CD00000578-3174018-image-a-13_1437782770824 2AD1C3C000000578-3174018-image-a-15_1437782773109 2AD1C35C00000578-3174018-image-a-41_1437783364372 2AD1C3BC00000578-3174018-image-a-57_1437783439349

সদলবলে পরিকল্পনায় ব্যস্ত প্রেসিডেন্ট জর্জ বুশ

2AD1C3B800000578-3174018-image-a-17_1437782881777

চিন্তিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস

2AD1C3A400000578-3174018-image-a-45_1437783378664

চেনি, তার স্ত্রী এবং ফার্স্ট লেডি লরা বুশ সবাই তখন বাঙ্কারে

2AD1C3A800000578-3174018-image-a-50_1437783388306 2AD1C3B000000578-3174018-image-a-55_1437783428929

এফবিআই প্রেসিডেন্ট মুলার তখন জাতির উদ্দেশ্যে দেয়া বুশের ভাষণ শুনছেন

2AD1C37500000578-3174018-image-a-28_1437783213214

সস্ত্রীক ঘটনাস্থলে যাচ্ছিলেন ভাইস প্রেসিডেন্ট চেনি

2AD268E400000578-3174018-image-m-58_1437790335440

আর এই ছবিটি তো বিশ্বজুড়ে আগেই আলোচিত যখন বুশকে টুইন টাওয়ারে হামলার কথা বলা হচ্ছিলো। সেসময় একটি স্কুলে ছিলেন প্রেসিডেন্ট বুশ



মন্তব্য চালু নেই