টুকরো কাপড়- জড়িয়ে নিলেই জুতা!

দেকানে গিয়েও পছন্দসই জুতা কেনা মুশকিল। বেছে বেছে নিতে হয়, পায়ে পরে দেখতে হয় ঠিক আছে কি না। অনলাইনে অর্ডার করলে তো কথাই নেই- একটাই ভাবনা, পায়ে হবে তো? সাইজ দেওয়া থাকে ঠিকই, তবুও কেমন একটা ভয় কাজ করে। কেনার পর যদি পায়ে না হয়!

একেক কোম্পানীর জুতার একেক সাইজ- পায়ের মাপে জুতা কেনা রীতিমতো ভাগ্যের ব্যাপার। এবার সেই সমস্যা মেটাতে উপায় বের করেছে জাপান। খোলা অবস্থায় দেখলে মনে হবে কাপড়। কিন্তু, পায়ে জড়ালেই জুতো। একটু ব্যাখ্যা করলেই বোঝা যাবে কাপড়ে তৈরি বিশেষ এই জুতার জাদু।

জাপানের এক ডিজাইনার মাসায়া হাসিমোতোর মাথা থেকে বেরিয়েছে এই ভাবনা। ফিতা ছাড়া জুতা! কিন্তু, পায়ে একেবারে ফিট। যে কোনও মাপের পায়ে এঁটে যায় বিশেষ এই জুতা। কোম্পানির নাম ফুরোসিকি। জুতা পায়ে দিয়ে নিজের মতো করে জড়িয়ে নিলেই হয়, ব্যাস!

যেখানে খুশি যাওয়া যায় এই জুতা পায়ে দিয়ে। বিভিন্ন ডিজাইনের জুতা বের করেছে ফুরোসিকি। বিক্রিও হচ্ছে খুব। চাহিদা বেড়েছে জাপানে, পায়ের যত্নে আর আরামে পিছিয়ে নেই প্রতিবেশী দেশগুলোও।



মন্তব্য চালু নেই