টেকনাফে জাতীয় কন্যা শিশু দিবস’১৫ পালিত

টেকনাফে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস’২০১৫ পালিত হয়েছে। “কন্যা শিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ”এই প্রতিপাদ্য নিয়ে ১১ অক্টোবর রোববার সকালে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়।

সভায় বক্তাগন কন্যা শিশুর যত, তাদের অধিকার ও মানসিক বিকাশসহ সার্বিক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। এতে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফছারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জাহিদ ইকবাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের রিসোর্স ইন্সট্রাক্টর মোঃ ইলিয়াছ, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নুরল ইসলাম, মোঃ সানাউল্লাহ, মায়মুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হরিপদ দাশ ও শিক্ষিকা নুপুর বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচীতে এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও মায়মুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাংবাদিকরা অংশগ্রহন করেন। টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবসটি পালিত হয়।



মন্তব্য চালু নেই