টেকনাফে তীব্র পানির সংকট

ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ: কনাফে শুকনো মৌসুম আসতে না আসতে পানি তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলা বিভিন্ন স্থান পরিদর্শন করে দেখা যায়, পৌর এলাকার জালিয়াপাড়া, চৌধুরী পাড়া, সদর ইউনিয়নের কেরুনতলী, বরইতলী, ধুমপ্রাংবিল, জালিয়া পাড়া। হ্নীলা ইউনিয়নের দমদমিয়া, জাদিমুরা। বাহার ছড়া ইনিয়নের কচ্ছপিয়া, বড় ডেইলসহ বিভিন্ন স্থানে ও সেন্টমার্টিন ই্উনিয়নের খাবার পানি তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকার লোকজন জানান, বৃষ্টি না হলে উল্লেখিত স্থান ছাড়াও আরও অনেক স্থানে পানির তীব্রতর থেকে তীব্রতর হবে। দীর্ঘ দিন বৃষ্টি না হওয়ার কারনে পানির স্তর নিচে চলে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে টেকনাফ উপজেলা উপ-প্রকৌশলী জানান। পানি সংকট নিরসনে পৌর মেয়র হাজী মোঃ ইসলাম অক্লান্ত পরিশ্রম করে কিছু অংশ পৌরসভার সংকট দূরীকরণ করলেও ইউনিয়ন সমূহের বিষয়ে কোন পদক্ষেপ কেহ নিচ্ছে না বলে জানান এলাকার লোকজন। এনজিও সংস্থা সলিডারিটিজ সহ ২/৩টি এনজিও কিছু কিছু কাজ করলেও সরকারী ভাবে কোন উদ্যেগ না থাকায় প্রতি বছর এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে এলাকার লোকজন জানায়।



মন্তব্য চালু নেই