টেকনাফে বিজিবি’র অভিযান ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনস্থ সাবরাং বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ হাশেম আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট আনুমানিক সাড়ে ৪ ঘটিকায় টেকনাফস্থ সাবরাং বেড়ী বাঁধ সংলগ্ন কবির মেম্বার প্রজেক্টেরে পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে ৬০ লক্ষ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার হতে সাবরাং বেড়ী বাঁধ সংলগ্ন কবির মেম্বার প্রজেক্টের পাশ দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে টহল দল উল্লেখিত স্থানে পৌছলে ইয়াবা পাচারকারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে রাতের পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল উক্ত পলিথিন ব্যাগ হতে ৬০ লক্ষ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।



মন্তব্য চালু নেই