টেকনাফ পৌরসভার মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে ভাতা প্রদান

টেকনাফ পৌরসভার মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে ভাতা প্রদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম। গত ১৪ জুলাই টেকনাফ পৌরসভা কার্যালয়ে এক অনুষ্টানের মাধ্যমে পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম পবিত্র ঈদ উপলক্ষে পৌরসভার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে ভাতা প্রদান করেছে।

এতে ইমাম ২ হাজার ৫শ টাকা ও মোয়াজ্জেম ১হাজার ৫শ টাকা করে প্রদান করেছে। যা পূর্ববর্তী কোন মেয়র এ প্রথা চালু করেনি। যা বর্তমান মেয়র এ ভাতা প্রদান করে অনন্য দূষ্টান্ত স্থাপন করেছে।

মেয়র বলেন আমি মেয়র নির্বাচিত হওয়ার পর মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদেরকে প্রতি ঈদ কোরবানে ভাতা প্রদান করে আসচ্ছি। এ ছাড়া আমি মেয়র হওয়ার পর হতে সরকার প্রদত্ত আমার ভাতা গ্রহণ করিনি। যা নিয়ে বয়স্ক লোকদেরকে ভাতা হিসেবে প্রদান করে আসচ্ছি। ঈদ উপলক্ষে দুস্থ লোকদেরকে ভিজিএফ এর চাউল বিতরণ শুরু করেছি। যা প্রতিটি ওয়ার্ডের দরিদ্র লোকজন এ চাউল পাবেন।



মন্তব্য চালু নেই