টেকনাফ শাহপরীরদ্বীপ বিকল্প সড়কের কাজ শুরু

উখিয়া-টেকনাফ আসনের সরকার দলীয় সাংসদ আলহাজ্জ আব্দুর রহমান বদি বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার জনগণের মৌলিক চাহিদা মেটাতে বদ্ধ পরিকর। আগামী ২০১৬ সালের মধ্যে টেকনাফ শাহপরীরদ্বীপের বেড়ীবাধঁ নির্মিত হবে। এ বেড়ীবাধঁটি হবে জেলার সর্বোচ্চ টেকসই বেড়ীবাধঁ।

এর পাশাপাশি ২শ ৬০কোটি টাকা ব্যয়ে উখিয়া-বালুখালী হতে শাহপরীরদ্বীপ পর্যন্ত ২ লেন বিশিষ্ট বেড়ীবাধঁ নির্মিত হবে। এর ছাড়াও আগামী ডিসেম্বরের মধ্যে মেরিনড্রাইভ সড়ক শাহপরীরদ্বীপ পর্যন্ত সম্পন্ন হবে। তিনি গত ২২ নভেম্বর শাহপরীরদ্বীপ রক্ষাবাধঁ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

তিনি আরও বলেন সামনে আসছে কঠিন নির্বাচন। এ নির্বাচনে নৌকা ও অন্যান্য প্রতিক নিয়ে নির্বাচন অনুষ্টিত হবে। নেতাদেরকে এ নির্বাচনে যোগ্যতা অর্জন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতার যোগ্যতা প্রমাণ করতে হবে।

শাহপরীরদ্বীপ সাংগাঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ সোনা আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ জাফর আহাম্মদ, ভাইস চেয়ারম্যান মৌঃ রফিক উদ্দীন, সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহেদ হোসেন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্জ হাব্বিুর রহমান মেম্বার।

শাহপরীরদ্বীপ ছাত্রলীগের সভাপতি বাসেদের সঞ্চালনায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর, সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সব্বির আহাম্মদ মেম্বার, শাহপরীরদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির উল্লাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য সাবরাং ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নূর হোসেন মেম্বার, জেলা যুবলীগের সহ সভাপতি আবুল কালাম, সাবরাং ইউপি সদস্য আবদুস সালাম, সাবেক মেম্বার আলহাজ্জ এজাহার মিয়া, বিশিষ্ট শিল্পপতি আওয়ামীলীগ নেতা জামাল আহাম্মদ, আওয়ামীলীগ নেতা সরু হোসেন সহ আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য যে, সাংসদ আলহাজ্জ আব্দুর রহমান বদির বিশেষ বরাদ্দ থেকে ২শ মেট্রিক টন খাদ্য শষ্যের অর্থ দিয়ে বিকল্প সড়কের ফলক উম্মোচন করেন এমপি বদি।



মন্তব্য চালু নেই