টেক্সাসের কারাগার থেকে মুক্ত ৯ বাংলাদেশি

টেক্সাসের এলপাসোর ডিটেনশন সেন্টার (কারাগার) থেকে আরো নয়জন বাংলাদেশি মুক্তি পেয়েছেন। গত সপ্তাহে তাদের মুক্তি দেয়া হয়। খবর এনা’র

মুক্তিপ্রাপ্ত বাংলাদেশিরা হচ্ছেন- দেলোয়ার হোসেন, এমডি আজগর আলী, কামরান আহমেদ, আব্দুল মান্নান, নূরুল আলম, সাব্বির আহমেদ, মোহাম্মদ নাজিম আহমেদ, ধনু মিয়া, আঙ্গসু দেব।

এছাড়া ১৭ নভেম্বর একজন ও ১৮ নভেম্বর আরো দুজন বাংলাদেশিকে মুক্তি দেয়ার কথা রয়েছে। তাদের প্রয়োজনীয় কাগজপত্রের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।

টেক্সাসের এলপাসো কারাগারে ৪৮ জন বাংলাদেশি মুক্তির জন্য অনশনে অংশগ্রহণ করেছিলেন। ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের এক শীর্ষ কর্মকর্তা তাদের অনশন ভঙ্গ করান। পর্যায়ক্রমে তাদের প্যারোলে মুক্তি দেয়া হবে।

ড্রামের কর্মকর্তা কাজী ফৌজিয়া জানান, অনশন শেষে প্রথমেই অক্টোবর মাসে ১৬ জন বাংলাদেশিকে মুক্তি দেয়া হয়। এরপর বেশ কিছুদিন কাউকে মুক্তি দেয়া হয়নি। নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে প্রথমে ৯ জনকে মুক্তি দেয়া হয়, ১৭ নভেম্বর একজন ও ১৮ নভেম্বর মুক্তি দেয়া হবে আরো দুজনকে।

সবমিলিয়ে ৪২ জন বাংলাদেশির মধ্যে ২৮ জন বাংলাদেশিকে মুক্তি দেয়া হয়েছে বলে জানান কাজী ফৌজিয়া।

এই মুক্তি প্রক্রিয়ায় কাজ করছে ড্রামসহ আরো কয়েকটি মূলধারার মানবাধিকার সংগঠন।

এছাড়াও মাসুদ রহমানকে ক্যালিফোর্নিয়া, আলআমিন হোসাইন, আমিনুল ইসলাম ও আবুল কাশেমকে মায়ামি ডিটেনশন সেন্টারে স্থানান্তির করা হয়েছে।



মন্তব্য চালু নেই