‘ট্রাইব্যুনাল সরিয়ে নিলেও বিচারে প্রভাব পড়বে না’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, পুরাতন হাইকোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নিলে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।

বুধবার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মাহবুবে আলম বলেন, ‘প্রধান বিচারপতি যদি মনে করেন পুরাতন হাইকোর্ট ভবন সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রয়োজন, তাহলে নিশ্চয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য অন্যত্র জায়গা ঠিক করবেন। এ নিয়ে উদ্বেগের কেনো কারণ দেখছি না।’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার করছেন বিচারপতিরা। এখানে ভবনের কোনো গুরুত্ব নেই। ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়েই মানবতাবিরোধী অপরাধের বিচারের ঘটনাপুঞ্জ সংরক্ষিত থাকবে।’

উল্লেখ্য, সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যত্র সিরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। মীর কাসেম আলীর সময় আবেদনের বিষয়ে তিনি বলেন, আপিল বিভাগ শুনানি শুরু করতে বলেছেন। আগামী রোববার শুনানি শেষ হবে বলে আমরা আশা করছি।



মন্তব্য চালু নেই