ট্রাম্পের দেশে হিজাব পরা এই মুসলিম তরুণীর যেভাবে দিন কাটায়

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাস করে ১৭ বছরের হানা শ্রাইম ও তার পরিবার৷ মুসলিম এই তরুণীর জীবনযাপনের কিছু মুহূর্ত থাকছে ছবিঘরে৷ বার্তা সংস্থা এপি ছবিগুলো তুলেছে মে মাসে৷

হিজাব পরার সিদ্ধান্ত নিজের : হানা শ্রাইম৷ বয়স ১৭৷ দশম শ্রেণিতে পড়া অবস্থায় সে মা-বাবাকে নিয়মিত হিজাব পরতে চায় বলে জানায়৷ প্রথমে এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছিলেন তারা, কারণ অপরিচিতজনরা হিজাব পরা মেয়েকে কোন দৃষ্টিতে দেখবে সে বিষয়ে নিশ্চিত ছিলেন না তাঁরা৷

পাঁচ ওয়াক্ত নামাজ : নিয়মিত নামাজ পরে হানা৷ পাশাপাশি স্কুলের গার্লস গাইডের সঙ্গে জড়িত ছিল সে৷ হানা ক্লাস ক্যাপ্টেনও ছিল৷ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মুসলিমদের অধিকার নিয়ে কাজ করতে চায় সে৷

ছোট্ট লানাকে সাহায্য : পাঁচ বছরের লানা আলগামিল হানাদের বাড়িতে বেড়াতে এসেছে৷ মাগরিবের নামাজের আগে হানার কাছে লানা জানতে চায়, সে-ও (লানা) হিজার পরে দেখতে পারে কিনা৷ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জার্মানটাউনে থাকে হানার পরিবার৷ ওয়াশিংটন ডিসি থেকে দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার৷

স্টাডি সেশন : জার্মানটাউনের নর্থওয়েস্ট হাইস্কুলে পড়ত হানা৷ ছবিতে তাকে মেরিল্যান্ডের ‘মুসলিম অ্যামেরিকান সোসাইটি’-র একটি স্টাডি সেশনে অংশ নিতে দেখা যাচ্ছে৷

‘প্রম’-এ অংশগ্রহণের প্রস্তুতি : স্কুলজীবনের ফাইনাল ইয়ারের শেষ উদযাপন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে ‘প্রম’-এর আয়োজন করা হয়৷ হানা ও তাঁর বান্ধবি হানা রিড সেই প্রম-এ অংশ নেয়ার প্রস্তুতি হিসেবে মেকআপ নিচ্ছে৷

নতুন পোশাক : প্রম-এ অংশ নিতে একটি তুর্কি ওয়েবসাইট থেকে নতুন পোশাক অর্ডার করেছিল হানা৷ সেই পোশাকের সঙ্গে মিল রেখে নতুন একটি হিজাবও কিনেছে সে৷

প্রথমে আপত্তি : প্রম-এ সাধারণত একজন সঙ্গীকে নিয়ে হাজির হয় শিক্ষার্থীরা৷ হানাকে তাই প্রম-এ যেতে দেয়ার অনুমতি দেয়াটা তার বাবা-মার জন্য একটি বড় সিদ্ধান্ত ছিল৷ অবশ্য হানা তার বান্ধবীর সঙ্গে প্রম-এ যাবে, এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর অনুমতি দিতে আর দেরি করেনি তার অভিভাবক৷

প্রম-এর পরিকল্পনা : ক্লাস ক্যাপ্টেন হিসেবে প্রম আয়োজনের পরিকল্পনায় অন্যদের সঙ্গে হানাও ছিল৷ অনুষ্ঠান সফল হওয়ায় খুশি সে৷ বন্ধুদের সঙ্গে দারুণ কিছু স্মৃতি জমা হওয়ায় খুশি বেড়ে হয়েছে দ্বিগুণ৷ ডয়েস বেলে



মন্তব্য চালু নেই