ট্রেনের ঈদ টিকিট বিক্রি শুরু সোমবার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকাল ৮টা থেকে পাওয়া যাবে এই টিকিট।

ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকেট দেওয়া হবে।

সোমবার পাওয়া যাবে ৭ সেপ্টেম্বরের টিকিট। ধারাবাহিকভাবে ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত কেনা যাবে ৭ থেকে ১১ সেপ্টেম্বরের টিকিট।

ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ওই সময়ে ১৪ থেকে ১৮ সেপ্টেম্বরের ফিরতি টিকিট পাওয়া যাবে।

ঈদের পূর্বে ৩ দিন (৯-১১ সেপ্টেম্বর) এবং পরের ৭ দিন (১৪-২০ সেপ্টেম্বর চাঁদ দেখার ওপর নির্ভর করে) ৫ জোড়া ও পবিত্র ঈদের দিন শোলাকিয়া স্পেশাল ২ জোড়া মোট ৭ জোড়া ট্রেন চলাচল করবে।



মন্তব্য চালু নেই