টয়লেটের পানি দিয়েই তৈরি হচ্ছে মাঠা, লাচ্ছির মতো কোমল পানীয়! দেখুন ভিডিওসহ…

এই তরল খাদ্যটা আমাদের অনেকের কাছেই বেশ প্রিয়। অনেকেই কোল্ড ড্রিঙ্কস বা অন্য কোন পানীয় থেকে মাঠা অনেক বেশি পছন্দ করে।

শুধু তাই না, অনেকে তার প্রিয় মানুষের জন্য নিয়ে যায় ভালোবেসে। ক্লান্ত শহরবাসী কখনো ক্লান্তি দূর করতে কোনো ভালো রেস্ট্রুরেন্টে ঢুকে ফ্রিজে রাখা মাঠা খেয়ে যেন শান্তি পায়।

আপনারা কি জানেন মাঠার নামে আপনারা কি খাচ্ছেন?

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠানে সেই চিত্রই তুলে ধরে। রাজধানীর ডেমরা এলাকা। এখানে অবস্থিত মুললিম মাঠার কারখানা।

ঢুকেই সাদা পোষাকধারীদের চক্ষু চরকগাছ। এখানকার যে পরিবেশে মাঠা তৈরি হয় তা দেখে তাদের মাথায় হাত। যেখানে মাঠা তৈরি হয় সেই পরিবেশের এবং কর্মীদের অবস্থা একদমই করুন।

19

আর যে পানি দিয়ে মাঠা তৈরি হচ্ছে তা দেখেতো আঁতকে উঠার মত। টয়লেটের প্যানের একদম পাসের লেনের পানি দিয়ে তৈরি হচ্ছে মুসলিম মাঠা।

তাহলে দেখে নিন অনুসন্ধানমূলক অনুষ্ঠানের সেই ভিডিও ফুটেজটি …

https://youtu.be/6XKmlG4XJg0



মন্তব্য চালু নেই