টয়লেটে আটকে পড়লেন ভদ্রলোক, উদ্ধার এক বছর পরে!

বাথরুম থেকে এক বছর পরে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তিকে। তিনি আটকে পড়েছিলেন বাথরুমে। বাড়ির লোকও সঙ্গে সঙ্গে খবর দিয়েছিলেন পুলিশে। তাহলে? পুলিশ আসতে এত দেরি করেছিল?

সাফাই দিলেন দুবাই পুলিশের অন্যতম শীর্ষ কর্তা মেজর খালিদ আল হামাদি। তিনি দুবাই পুলিশ রেসকিউ ডিপার্টমেন্টের কার্যনির্বাহী ডিরেক্টর জেনারেল এবং দুবাই পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান।

তাঁর সাফাই শোনার আগে একটি কথা জানিয়ে রাখা ভাল। এই খবরটি কিঞ্চিৎ পুরনো এবং একেবারে হালে সেটি ফাঁস করেছেন হামাদি নিজেই। তিনি জোরগলায় বলছেন, পুলিশের যেতে একেবারে দেরি হয়নি। পুলিশ ঠিক সময়েই পৌঁছেছিল।

তা হলে? উদ্ধারে একবছর লাগল কীভাবে! হামাদি বলেছেন, ‘‘একবছরই তো লেগেছে। এই নিউ ইয়ারের ঘটনা। ৩১ তারিখ রাতে এসেছিল ফোন। পরিবারের কর্তা বাথরুমে ফেঁসে গিয়েছেন। তড়িঘড়ি টিম যায়। এর পরে দরজা ভেঙে তাঁকে বের করতে একটু সময় তো লাগবেই। সেই সব করতে করতেই নিউ ইয়ার চলে এলে যে…’’



মন্তব্য চালু নেই