ঠাকুরগাঁওয়ে উদযাপিত হচ্ছে বর্ষরণ ১৪২৩

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ আইনশৃংখলা বাহিনীর কড়া নজরদারি আর নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হচ্ছে বর্ষরণ ১৪২৩।

সূর্যদোয়ের আগেই ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী সংগঠন নিক্কন সঙ্গীত বিদ্যালয় প্রতিবছরের মতো এবারো আয়োজন করে প্রভাতী অনুষ্ঠান। শহরের জজকোর্ট বটমুল চত্বরে প্রভাতী অনুষ্ঠানে নিক্কন সঙ্গীত বিদ্যালয়ে শিক্ষার্থীরা গান, কবিতা পরিবেশন করে। এছাড়াও নিয়মিত ব্যায়াম, পরিমিত আহার এই শ্লোগান নিয়ে ভোরের সাথী নামে একটি সংগঠন প্রভাতী র‌্যালি রেব করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পহেলা বৈশাখ উপলক্ষে আলপনা সাহিত্য সংসদ সাধারণ পাঠাগার চত্বরে ৭দিনে বৈশাখী মেলার আয়োজন করেছে।

আইনশৃংখলা রক্ষায় গুরুত্বপয়েন্টে পুলিশের পাশাপাশি শহরে র‌্যাব টহল দিচ্ছে।



মন্তব্য চালু নেই