ঠাকুরগাঁওয়ে নির্বাচনী ফলাফল পরিবর্তনের অভিযোগ

ঠাকুরগাঁও সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল পরিবর্তন করার অভিযোগ করা হয়েছে। রোববার সকালে রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল নির্বাচন কমিশনে লিখিতভাবে এ অভিযোগ প্রদান করেন।

লিখিত অভিযোগে জানা যায়, শনিবার সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। গণনা শেষে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীকালে রিটার্নিং অফিসের কার্যালয়ে ৯নং মন্ডলাধাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত রেজাল্ট শিট পরিবর্তন করে ৪৮ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী অনিল চন্দ্র সেনকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের মোট প্রাপ্ত ভোট ৪৬১৭ ও আওয়ামী লীগের প্রার্থী অনিল কুমার সেনের মোট প্রাপ্ত ভোট ৪৬৬৫।

অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে, সচিব, নির্বাচন কমিশন, সচিবালয় শেরে-বাংলা নগর ঢাকা, জেলা প্রশাসক ঠাকুরগাঁও, রিটার্নিং অফিসার ঠাকুরগাঁও সদর উপজেলা ও নির্বাহী অফিসার ঠাকুরগাঁও সদর উপজেলা।



মন্তব্য চালু নেই